শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৪

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তাছাড়া বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। এদিকে ৫দিন ও সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী ২৮ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা রয়েছে।

শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের দাবি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে কয়েকটি জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দিন বাড়ানোর দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর