আরও কয়েক দিন পুড়বে দেশ

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৪

কয়েকদিন  ধরে প্রায় সারা দেশেই তাপপ্রবাহ বয়েছে যাচ্ছে। ঢাকাসহ কোনো কোনো জেলায় তীব্র তাপপ্রাবহ, আবারও কোনো কোনো অঞ্চলে মৃদ থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। অতি তীব্র তাপে পুড়ে যাচ্ছে যশোর-চুয়াডাঙ্গা। কয়েকদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, পারদে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।  আবহাওয়ার এ ভয়ঙ্কর রূপ  আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে তাপপ্রবাহে নাকাল হচ্ছে সব বয়সী মানুষ। কোথাও মিলছে না স্বস্তি। আবহাওয়া অধিদফতরের ম্যাসেজ রয়েছে, জলীয় বাস্পের আধ্যিকের কারণে অস্বস্তিতে ভুগছেন মানুষ। হিটস্ট্রোকের ঝুঁকি ঘাড়ে নিয়েই খেটে খাওয়ার মানুষ রোদের মধ্যে কাজের জন্য বের হচ্ছে। হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগীর চাপ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সবাইকে খাদ্যগ্রহণ, রোদের মধ্যে অপ্রয়োজনে বিশেষ করে খাঁড়া দুপুরে বাইরে না যাওয়ার বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আবহাওয়া অধিদফতরের হিসেবে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, তাপমাত্রা ওঠে ৪২. ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া চুয়াডাঙ্গায় ৪২. ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে ৪০. ডিগ্রি সেলসিয়াস।

এদিকে  আগামী ২৪ ঘণ্টায় সারা দেশেই দিন রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে শনিবার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের হিসাবে, রাজশাহী পাবনা জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগে তীব্র তাপপ্রবাহ বয়েছে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা যেমন সামান্য বৃদ্ধি পেতে পারে, তেমনি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর