সাত বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৪

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৭ বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টির সময় দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিভাগ ৭টি হচ্ছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট।

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে  দেশের রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজার জেলাসসহ রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্টাংশ ঢাকা, রংপুর বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা সারা দেশেই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর