উপজলা নির্বাচন: প্রথম ধাপে ১৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৪

দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠেয় ১৫০ উপজেলায় সব মিলে ১ হাজর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র টিকেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। যদিও মনোনয়নপত্র সংক্রান্ত রিটার্নিং কর্মকতার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তির পর বৈধ মনোনয়নপত্রের সংখ্যা বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের বৈধ মনোনয়নপত্র সংক্রান্ত তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন,  প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইসচেয়ারম্যান পদে সব মিলে এক হাজার ৮৯০ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে বাছাইয়ে ১০৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। ভোটগ্রহণ মে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর