৪ বিভাগে শিলাবৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ চার বিভাগ ছাড়া দেশের অন্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 দেশের রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, রংপুর বিভাগ, রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্টাংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া বিদ্যমান তাপপ্রবাহ পরিস্থিতি আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর