বিচারপতির সমান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪

দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা আপিল বিভাগের একজন বিচারপতির সমান বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক বিশেষাধিকার) আইন, ২০২৪ এর খসড়ায় এ কথা বলা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের ইংরেজি ভার্সন অনুযায়ী দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান বেতনভাতা সুযোগ-সুবিধা পাবেন প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনাররা। আইনটিই পুনরায় বাংলায় করা হয়েছে। সেটার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, গত ২১ আগস্ট বিচারপতির সমান সুযোগ-সুবিধা চেয়ে আইনের খসড়া অনুমোদন করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) এতে আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ-সুবিধা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জন্য এবং হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপর্যায়ের সুযোগ-সুবিধা রাখা হয় অন্য কমিশনারদের জন্য।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর