তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন, ভোট ২৯ মে

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বানের তৃতীয় ধাপে দেশের ১১২টি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। এ ধাপে ২১টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

বুধবার (১৭ এপ্রিল) এ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)  তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন মে, যাচাই-বাছাই মে, মনোয়নপত্র সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিষয়ে আপিল থেকে মে, আপিল নিষ্পত্তি থেকে ১১ মে।  প্রার্থিতা প্রত্যাহার করতে হবে ১২ মে’র মধ্যে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে।

এর আগে প্রথম ধাপে ১৫০টি দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে আগামী মে আর দ্বিতীয় ধাপে ২১ মে ভোট গ্রহণ করা হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর