৫ দিন পর খুলছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৪

টানা ৫ দিন বন্ধ থাকার পর সোমবার (১৫) ফের খুলছে সরকারি অফিস-আদালত ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান। ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি ও নববর্ষের ছুটি মিলে গত বুধবার (১০ এপ্রিল) থেকে এ কয়েকদিন বন্ধ ছিল অফিস-আদালত ।

এদিকে ঈদের ও নববর্ষের সরকারি ছুটি কাটিয়ে ইতোমধ্যে কর্ম এলাকায় ফিরেছেন বেশিরভাগ চাকুরেরা। তবে অনেকেই সোমবার ভোরে বাড়ি থেকে ফিরে অফিসে যোগ দেবেন।

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। আর রোববার (১৪ এপ্রিল) উদযাপিত হয় নববর্ষ। এছাড়া ঈদের ছুটি শুরু হওয়ার আগে একদিন শবে কদরের ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ এপ্রিলও ছুটি নিয়ে কর্মস্থলে ছেড়েছিলেন।

বড় দুটি উৎসব পরিবার ও স্বজনদের সঙ্গে উদযাপনে বেশিরভাগ চাকুরে গিয়েছিলেন গ্রামের বাড়িতে।

ওদিকে ঈদ নববর্ষের ছুটি শেষে আগের সিডিউলে সরকারি অফিস, আদালত ব্যাংকের কার্যক্রম চলবে। রমজান মাসে সরকারি অফিসে  ‘অফিস সময়’ নির্ধারণ ছিল সকাল ৯টা থেকে বিকা সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার থেকে আগের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। উচ্চ আদালত নিম্ন আদালত এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোও রোজার আগের সময় ধরে চলবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর