ঈদের দিন তীব্র গরম থাকবে না

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৪

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারা দেশে উদযাপন হবে মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিনে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তীব্র গরম পড়ার সম্ভাবনা নেই।  তবে সন্ধ্যার আগে বা পরে কিছুটা বৃষ্টি হতে পারে।

বুধবার (১০ এপ্রিল) সংবাদ মাধ্যমকে ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে এমনটাই জানিয়েছেন  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালোই থাকবে।  এদিনে কুমিল্লা, চাঁদপুর সিলেটের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

ওদিকে আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুযায়ী দেশের জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঈদের দিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এসব জেলায়।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর