৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৪

 

চৈত্রের  তৃতীয় সপ্তাহে এসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে ত্রাহি অবস্থা জনজীবনের এমন পরিস্থিতিতে  ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ( এপ্রিল) সন্ধ্যা থেকে রোববার ( এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দুটি নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

পূর্বাভাসে বলা হয়েছে, এ দুই অঞ্চলের নদীবন্দরকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শনিবার। এদিন  তাপমাত্রা সর্বোচ্চ ৪০. ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড হয়েছে ৩৬. ডিগ্রি সেলসিয়াস।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর