পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৪

 

আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।  বৃহস্পতিবার ( এপ্রিল) সকালে ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াসহ দুই বিভাগের দুই-এক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বইতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিন রাজশাহী, ঢাকা খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার ( এপ্রিল) সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার ( এপ্রিল) আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর