ঈদযাত্রায় অনিয়ম ঠেকাতে কঠোর ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৪

এবার ঈদযাত্রায় সড়ক, রেল এবং নৌ-মন্ত্রণালয়ের নির্ধারিত ভাড়ার বেশি টাকা নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালালে তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমন-ই কাউন্টারের বাইরে অন্য কোথাও টিকিট বিক্রি হলে বিক্রয়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ( এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক সমন্বয় সভায় এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রায় নৌ-রেল-সড়ক সব কিছুতেই নজর থাকবে পুলিশের। তবে সড়ক পথের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা সভায় উপস্থিত বক্তাদের আলোচনায় উঠে এসেছে।  ঈদযাত্রা সুন্দর করতে সংশ্লিষ্টদের সমন্বয় করে কাজ করার উপর গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার।

কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, অতীতে অধিক গতি, ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন, ড্রাইভিং লাইসেন্স এবং মূল ড্রাইভার না থাকার পর হেলপার অপ্রাপ্তবয়স্ক দিয়ে গাড়ি চালানো হয়েছে। এসব রোধে জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর