ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৪

 

নিরাপত্তা নিশ্চিত করতে ঈদযাত্রায় বাস ট্রেন লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ( এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় যানজট প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, র্যাব জেলা পুলিশ সমন্বয় করে কাজ করবে। যানজট নিরসনে রেলস্টেশন, বাস লঞ্চ টার্মিনালে অস্থায়ী ক্যাম্প বসিয়ে মনিটর করবে আইনশৃঙ্খলা বাহিনী। সড়ক মহাসড়ক বিভাগের চিহ্নিত করা স্পটে সিসি ক্যামেরা দিয়ে যানজট পরিস্থিতি মনিটর করা হবে। ইতোমধ্যে বিভিন্ন সড়কে স্থায়ী ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

যানজট নিরসনে এবার ড্রোন ব্যবহার করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়কে যানজটপ্রবণ এলাকায় র‌্যাকার থাকবে। ড্রোন ব্যবহার করা হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর