তিন দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব বিভাগে

Super Admin
২৯ মার্চ ২০২৪

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা  পরর্বতী ২৪ ঘণ্টায় দেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু জায়গায়  বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দমকা, ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের দু-এক জায়গায় একইভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (৩১ মার্চ) সকাল ৯ টা পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এ তিন দিনে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।  শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫. ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা বিরাজ করেছে খুলনা বিভাগের মোংলায়। সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে, ১৭. ডিগ্রি সেলসিয়াস।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর