উপজেলা পরিষদ নির্বাচন: ছুটির দিনে অফিস খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন উপলক্ষ্যে সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি  অফিসে নির্বাচনী কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (২৮ মার্চ)  জেলা নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত  নির্দেশনা পাঠানো হয়েছে নির্বাচন কমিশন (ইসি) থেকে।

আগামী মে প্রথম ধাপে দেশের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে। হবে। প্রথম ধাপের তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল,  মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, মনোনয়নপত্রের বিষয়ে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। এছাড়া ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।

জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর