৮ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৪

রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এর আগে রোববার চট্টগ্রাম, ঢাকা, সিলেট বরিশাল বিভাগে বৃষ্টি হয়েছে।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ৪৯ মিলিমিটার। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা  বিরাজ করেছে দিনাজপুর তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৫ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সামান্য কমতে রাতের তাপমাত্রা। মঙ্গলবার বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকলেও বুধবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর