৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৪

রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে ঝড় হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ কথা বলছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড় আঘাত হানতে পারে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে। এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপরদিকে আরেক পূর্বাভাসে বলা হয়েছে,  মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, খুলনা বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সময় দমকা হাওয়াও বইতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর