জাল নোট প্রতিরোধে প্রচারণা চালানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৪

রোজা, ঈদসহ বিভিন্ন উৎসবে নোট জালকারীদের অপতৎপরতা বেড়ে যায়। তাই জনসমাগম বেশি হয়, এমন জায়গাগুলোতে জাল নোট প্রতিরোধ সংক্রান্ত প্রচার চালাতে ব্যাংকগুলোকে  নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে সোমবার (১৮ মার্চ) জারি করা এ সংক্রান্ত সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, জাল নোট প্রতিরোধে রমজান মাসজুড়ে  এ প্রচারণা চালাতে হবে।

বিভাগীয় ও জেলা শহরের জনসমাগমন বেশি হয় এমন স্থানগুলোতে বিশেষ স্ক্রিন স্থাপন করে ভিডিওচিত্রের মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। বিশেষ করে শপিং মল, হাটবাজার, বাস টার্মিনাল, রেল স্ট্রেশন, রাস্তার মোড়ে প্রচারণা চালাতে হবে। নির্দিষ্ট এলাকা ধরে প্রতিটি ব্যাংকের শাখাকে বিষয়ে প্রচার কার্যক্রম চালাতে হবে।

নোট জালকারীদের অপতৎপরতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন স্থানে প্রচারণা চালাবে বলে সার্কুলারে  উল্লেখ করা হয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর