তদন্ত কমিটির রিপোর্ট অজানাই থেকে যায়

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪

দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড ঘটছে। দুর্ঘটনার পরপর তদন্ত কমিটি গঠন হলেও কোনো এক অজানা কারণে তদন্ত কমিটির রিপোর্টগুলো অজানাই থেকে যায়। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এ কথা জানিয়ে বলেছেন, বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং এর পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।  ভারপ্রাপ্ত আমীর আরও বলেন, এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করাসহ তার প্রতিকারের দায়িত্ব সরকার তার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর।  অগ্নিনির্বাপণের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ তার যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বেইলি রোডের দুর্ঘটনায় মারা যাওয়াদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি তাদের স্বজন আহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির অ্যাডভোকেট . হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর