৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৪

আগামী মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল হবে। দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ রোববার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দেন।

ঢাকার গুলশানের রওশন এরশাদের বাস ভবনে এ সংবাদ সম্মেলন হয়। তিনি বলেন, জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। অবস্থা থেকে উত্তরণের জন্য এবং দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে এ কাউন্সিল ঘোষণা দেন তিনি।

জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে বলেও জানান রওশন এরশাদ।  সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব রফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

দলের সর্বস্তরের নেতাকর্মী সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে প্রাণ শক্তি ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন রওশন এরশাদ।

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর