সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারী ২০২৪

রাত এবং দিনের তাপমাত্রা সারা দেশে সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পঞ্চগড় মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে রোববার (১১ ফেব্রুয়ারি) এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রোববার সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারের টেকনাফে ২৯. ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা . ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়েরর তেঁতুলিয়ায়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর