সরকারি চাকরিতে ৫ লাখ ৩ হাজার পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারী ২০২৪

দেশে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও দফতর মিলে মোট ৫ লাখ হাজার ৩৩৩টি পদ শূণ্য রয়েছে। জনপ্রশাসন থেকে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিকস অব গভর্নমেন্ট সার্ভেন্ট-২০২২ এর বরাত দিয়ে জাতীয় সংসদকে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

চলমান দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে বুধবার ( ফেব্রুয়ারি) নোয়াখালী- আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের লিখিত উত্তরে কথা জানান। অধিবেশনে স্পিকার . শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন,  সুনির্দিষ্ট বিধি মোতাবেক শূণ্য পদ পূরণের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন দফতর-সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নবম (পূর্বতন প্রথম শ্রেণি) ১০ থেকে ১২ গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) শূন্যপদে জনবল নিয়োগ করা হয়। মন্ত্রণালয়-বিভাগগুলোর ২০২৩ সালের নভেম্বর মাসের ‘মাসিক প্রতিবেদনে’ শূন্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর