দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন ভালো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যেভাবে করেছি, তার চেয়ে ভালোভাবে করব উপজেলা নির্বাচন। আশা করি নির্বাচন সুষ্ঠু হবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
ইসি আলমগীর বলেন, স্থানীয় পর্যায়ে অনেক অংশগ্রহণ থাকে। তাই ভোটের মাঠে অটোমেটিক ব্যালেন্স তৈরি হয়। সেখানে এফোর্ট দিলে নির্বাচন সুষ্ঠু ভোট হবে। ইতিহাস বলে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়- উল্লেখ করেন এ কমিশনার।
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানান, জাতীয় নির্বাচনে ৩০০ আসনে একসঙ্গে নির্বাচন করতে হয়েছে। সেক্ষেত্রে ৩০০ জায়গায় এফোর্ট করতে হয়েছে। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন কমপক্ষে ৪ ধাপ করবো। প্রতি ধাপে ১০০ বা এর কাছাকাছি উপজেলায় ভোট হবে। সেক্ষেত্রে এফোর্ট বেশি থাকবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাচন আইন সংশোধনের জন্য পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। কেননা আচরণবিধিতে কিছু কিছু অসংগতি ও অস্পষ্টতা আছে। আচরণবিধিমালা শুধুমাত্র নির্বাচন কমিশন সংশোধন করতে পারে। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় একটা ভেটিং লাগে, সেটা পেলে জারি করতে পারি, বলেন নির্বাচন কমিশনার।
বিডি২৪অনলাইন/এন/এমকে