প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণদের খেলাধুলার উৎকর্ষতার জন্য আট বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) গড়ে তোলা হবে। আর প্রতিটি উপজেলায় গড়ে তোলা হবে মিনি স্টেডিয়াম।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন।
খেলাধুলায় প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েদের আরও বেশি উন্নত প্রশিক্ষণের দরকার। কাজেই প্রশিক্ষক তৈরি করা দরকার।
খেলাধুলাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে জানিয়ে সরকার প্রধান বলেন, দেশীয় খেলাকে আরও গুরুত্ব দিতে বলব। প্রত্যেকটা উপজেলা পর্যন্ত আলাদা খেলার মাঠ, অর্থাৎ মিনি স্টেডিয়াম তৈরি করছি। বেশ কয়েকটা হয়ে গেছে, আরও বাকি আছে। এটা তৈরির উদ্দেশ্য হচ্ছে সারাবছরই ছেলে-মেয়েরা যেন কোনো না কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারে।
লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলো আয়োজন করলে ছেলে-মেয়েরা মন-মানসিকতার দিক থেকে আরও উদার হবে, উন্নত হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, যোগ করেন শেখ হাসিনা।
বিডি২৪অনলাইন/এন/এমকে