সরকারের নতুন যাত্রাপথে নানা বাধা-বিপত্তি আসবে

নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারী ২০২৪

তার সরকারের নতুন যাত্রাপথ সহজ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নানা বাধা-বিপত্তি আসবে। আর এসব বাধা-বিপত্তি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

বুধবার ( ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র বাধা-বিপত্তি ছিল। বিরোধিতা সত্ত্বেও ৭৫ পরবর্তী সবচেয়ে অবাধ নিরপেক্ষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মানুষের কল্যাণ করাই তার সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান শেখ হাসিনা।

টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গণভবনে নিজের জন্মস্থান নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ দলের অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক নানা সংকট তুলে ধরেন। বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর