সেচ মৌসুমে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান বিদ্যুৎ বিভাগের

নিজস্ব প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারী ২০২৪

কৃষি আবাদে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সেচ মালিকদের রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখার কথা বলা হয়েছে।

 

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আহ্বান জানায় বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

 

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনা এড়াতে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে।

 

বেআইনিভাবে ইজিবাইক মোটর চালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়া বন্ধ রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের জন্য ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ সম্পাদন এবং সর্বোপরি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা বলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর