মন্তব্য
মেঘ-বৃষ্টি কেটে যাওয়ার পর বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকে রাতের তাপমাত্রা কমে যেতে পারে। এতে বাড়তে পারে শীত। এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেই সঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ চলাচল সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে