জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে ১৪ মার্চ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের সমর্থন রয়েছে তাদের সঙ্গে।
তফলসিল ঘোষণার আগে কমিশন বৈঠকে এ নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। বাছাইয়ে বাদ পড়া প্রার্থী আপিল করতে পারবেন ২২ ফেব্রুয়ারির মধ্যে। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি দেওয়া হবে প্রতীক বরাদ্দ। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ ও প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামান।
বিডি২৪অনলাইন/এন/এমকে