মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বিজিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনোভাবেই নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়টি জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, বুধবার (৭ ফেব্রুয়ারি) ওই সীমান্ত এলাকা সরেজমিনে সীমান্ত পরিদর্শনে যাচ্ছি। মানবিক দিক বিবেচনায় এবং আন্তর্জাতিকভাবে সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি আমরা। প্রধানমন্ত্রীও এব্যাপারে ধৈর্যধারণের নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিজিবি।
বিজিবি মহাপরিচালক বলেন, এ পর্যন্ত বিজিপি সদস্য আমাদের কাছে আত্মসমর্পণ করে বা আশ্রয় নিয়েছেন, এ সংখ্যা ২৬৪ জন। তাদের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিতে সরকারের বিভিন্ন পর্যায়ে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছে। আশ্রিতদের প্রত্যাবর্তন বা ফেরানোর বিষয়ে কাজ চলছে। মিয়ানমার এব্যাপারে সহযোগিতা করবে, তারাও প্রত্যাবর্তনের ব্যাপারে নোট নিয়েছে। খুব শিগগিরই তাদের প্রত্যাবর্তন করানো হবে বলে আশা প্রকাশ করেন বিজিবি প্রধান।
বিডি২৪অনলাইন/এন/এমকে