৪৫২ উপজেলা নির্বাচন উপযোগী

নিজস্ব প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারী ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য উপযোগী হয়েছে দেশের ৪৫২টি উপজেলা। চার থেকে পাঁচ ধাপে ভোট হবে এ নির্বাচনের। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

ভোটের দিন ঠিক করার ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা, রমজান বর্ষাকাল- তিন বিষয় বিবেচনা করছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। এ নিয়ে মঙ্গলবার  বৈঠকে বসছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মঙ্গলবার কমিশন বৈঠকের পরেই জানাতে পারবো কোন ধাপে কবে ভোট হবে।

দেশে উপজেলা পরিষদ আছে মোট ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। ধাপে ধাপে নির্বাচন হয়। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে অনুযায়ী  নির্বাচন উপযোগী ৪৫২টি উপজেলায় জুনের মধ্যে নির্বাচন করতে হবে। অল্প কিছু বাদে আগামী মার্চের মধ্যে প্রায় সব উপজেলা নির্বাচন উপযোগী হবে বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর