ইজতেমা ও বইমেলা ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারী ২০২৪

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বইমেলা ঘিরে জঙ্গি হামলারও কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (৩১ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় র‌্যাবের কন্ট্রোল রুম নিরাপত্তা পরিদর্শন শেষে র‌্যাবের ডিজি এবং সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বিষয়টি জানান।

র‌্যাব মহাপরিচালক জানান, সুষ্ঠু নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা সম্পন্ন করতে র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির জন্য পর্যাপ্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম বোম ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তত রাখা হয়েছে। ইজতেমা এলাকার আশপাশে উচ্ছৃঙ্খলতা, মাদকাসক্ত, ছিনতাই, পকেটমার মলম পার্টির দৌরাত্ম্য কমাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ওদিকে ডিএমপি কমিশনার জানান,  অসাম্প্রদায়িক এ আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে। অতীতে নাশকতা ও জঙ্গি তৎপরতার ঘটনা ঘটেছে। এ বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে এবার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর