মন্তব্য
অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এবার অধিবর্ষ হওয়ায় বইমেলা চলবে ২৯দিন। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে।
প্রথম দিনে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে বইমেলা’র সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির পক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছুটির দিন ব্যতীত রাত সাড়ে ৮টার পর নতুন কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
বিডি২৪অনলাইন/এন/এমকে