মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা ।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূবর্ভাসে সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে