দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এদিনই শপথ নেবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
জানা গেছে, প্রথম অধিবেশন বেলা ৩টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। এরপর তাঁদের শপথবাক্য পাঠ করানো হবে। শপথ নেওয়ার পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে অধিবেশন বৈঠক। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন স্পিকার। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদেরও স্পিকার ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু।
বিডি২৪অনলাইন/এন/এমকে