মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত কেউ এই এ সময়ে মারা যায়নি। আর করোনা থেকে সেরে ওঠেছেন ৩৬ জন। পরীক্ষার বিপরীতে ৬ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৩২টি নমুনা পরীক্ষা করা হয়।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৯৬৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছৈ। করোনা আক্রান্ত ২৯ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৩৯ জন। শনাক্তের হার ১৩ দশমিক ০৯। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে