অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে ২০২৩ সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন এ ক্রিকেটার। এছাড়া আইসিসির দৃষ্টিতে এ বছরে টেস্টে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ওয়ানডে ফরমেটে ভারতের বিরাট কোহলি বর্ষসেরা নির্বাচিত হয়েছেন।
গত বছর শুধুমাত্র বল হাতেই ছন্দে ছিলেন না, অধিনায়ক হিসেবেও আইসিসি দু’টি বড় ইভেন্টের শিরোপা জিতেছেন কামিন্স। তার নেতৃত্বেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ষষ্ঠবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ২৪ ম্যাচে খেলে ৫৯ উইকেট এবং ৪২২ রান করেছিলেন তিনি।
ওদিকে গত বছর টেস্টে ব্যক্তিগত সংগ্রহ হিসেবে সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার উসমান খাজার। ১৩ টেস্টে তিনটি সেঞ্চুরিতে ৫২ দশমিক ৬০ গড়ে ১২১০ রান আসে তার ব্যাট থেকে। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংসও খেলেন খাজা, সংগ্রহ করেন ১৯৫ রান। সেরা হওয়ার পথে স্বদেশি হেড, ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলেছেন খাজা।
আর দুই স্বদেশি শুভমান গিল ও মোহাম্মদ সামি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে গতবছর সেরা হওয়ার মুকুট পড়েছেন বিরাট কোহলি। ২৭ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৩৭৭ রান করেন এ ব্যাটার। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন কোহলি। ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেন তিনি। এটা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।
বিডি২৪অনলাইন/এস/এমকে