দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না। এমনটাই জানিয়ে এ নির্বাচন বিষয়ে স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে- ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে। যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে এ মতামত শেয়ার করে- এ নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না।
বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার রাজনৈতিক কর্মীর গ্রেফতার এবং নির্বাচনের দিনের অনিয়মের প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। জানানো হয়েছে- গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। নির্বাচনের সময় এবং নির্বাচন পূর্ববর্তী মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা করেছে দেশটি। সেই সঙ্গে সব রাজনৈতিক দলকে সহিংসতা না করার আহ্বান জানিয়েছে তারা।
প্রসঙ্গত. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক।
বিডি২৪অনলাইন/এন/এমকে