মন্তব্য
বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা। এদিনে সকাল ১০টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী মঙ্গলবার (৯ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার আগে জানা গিয়েছিল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথগ্রহণ হবে।
এদিকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে মঙ্গলবারেই প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের। শপথ গ্রহণের পরই নিজের কার্যভার সংসদ সদস্য গ্রহণ করেছেন বলে গণ্য হবে। গত ৭ জানুয়ারি এ নির্বাচনত হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে