৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮৯৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনে ১ হাজার ৮৯৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। দেশের নিবন্ধিত ৪৪ দলর মধ্যে এ নির্বাচনে বিএনপিসহ ১৫ দল অংশ নেয়নি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক হাজার ৮৯৬ জন প্রার্থীর মাঝে আলাদা আলাদ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকেই প্রচারণায় নামবেন তারা। ৭ জানুয়ারি ভোট হবে এ নির্বাচনের।

রোববার (১৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের সংখ্যা জানান নির্বাচন কমিশন সচিব ও ইসির মুখপাত্র মো. জাহাংগীর আলম। ঢাকায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।

ইসির মুখপাত্র বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের পাঠানো তথ্য অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের সংখ্যা ছিল মোট দুই হাজার ৭১৬ জন। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় ৭৩১ জন। আপিল করেছিল ৫৬০টি। আপিলে প্রার্থীতা ফিরে পায় ২৮৬টি। আপিল নামঞ্জুর হয় ২৭৪টি। ১৭ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সারা দেশে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৩৪৭টি। স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মোট এক হাজার ৮৯৬জন। তাদের সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ইসি সচিব।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর