এদের না বলুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩

নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জনগণকে মাঠে নামার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা জ্বালাও পোড়াও করে, রেল লাইনের স্লিপার তুলে ফেলে- এরা পরাজিত শক্তির দালাল, দোসর। এদের না বলুন।  এ দেশের এদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগেরস্মরণসভায় এ আহবান জানান। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা হয়।

শেখ হাসিনা আরও বলেন, যেখানে বাস বা রেললাইন আছে, সেখানে এ রকম (রেলপথ তুলে ফেলা) ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে জনগণ মাঠে নামলে এরা হালে পানি পাবে না।  এরা ধ্বংস, খুন করতে পারে। কিন্তু মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে পারে না। এরা মানুষের সর্বনাশ করতে পারলেও মানুষের জীবনটা উন্নত করতে পারে না। কাজেই তাদের বিষয়ে সাবধান থাকতে হবে সবাইকে। কোথাও ধরনের রেলের স্লিপ তুলে ফেললে, আগুন দিলে, যখনই করতে যাবে সরাসরি তাদের ধরতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগের সভাপতি জানান, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে এক বার নয়, দুই বার বিদায় নিতে হয়েছিল। খালেদা জিয়া ৯৬ সালে এক ভোটারবিহীন নির্বাচন করে। কর্নেল রশিদ হুদা ভোট চুরি করে তাকে ক্ষমতায় বসালো। তিনি (খালেদা) ঘোষণা দিলেন- দ্বিতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।  কিন্তু বেশি দিন বসতে পারেনি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। ৩০ মার্চ জনগণের রুদ্ররসে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। নাকে খত দিয়ে পদত্যাগ করে বিদায় নিয়েছিল।

শেখ হাসিনা বলেন, আজকে মানুষ বিদেশে গেলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পায়। অথচ দেশের কিছু কুলাঙ্গার এ সম্মানটা দিতে পারে না। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা হানাদার বাহিনীর দোসর ছিল, এরাই তাদের প্রেতাত্মা হয়ে দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত ও হত্যা করে যাচ্ছে। হত্যার পরিকল্পনা করছে।

সরকার প্রধান বলেন- খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, দুর্নীতিবাজদের কোনো স্থান নেই এ দেশে। দেশের মানুষ তাদের গণতান্ত্রিক, ভোটের অধিকার ফিরে পেয়েছে। তারা ভোটের অধিকার প্রয়োগ করবে, শান্তিতে বাস করবে, উন্নত জীবন পাবেসেটাই আমাদের লক্ষ্য।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর