খুলনার পাইকগাছায় এজলাসে বোমা ফাটানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শিগগির ধরা হবে। বুধবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তাতে ধরে ফেলতে পারবো তাদের।
এর আগে একইদিন ভোরে ওই এজলাসে আগুন দেখতে পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দেন ফজরের নামাজের মুসল্লীরা। এ ঘটনায় এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। আদালতে সে সময়ে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, এ ঘটনা আমাকে মনে করিয়ে দিয়েছে ঝালকাঠিতে দুই বিচারককে হত্যার মধ্য দিয়ে জঙ্গির উত্থান হয়েছে। জঙ্গির উত্থান কিন্তু এ দলটিই করেছে। অথচ সে সময়ে তারা বলেছিল জঙ্গি মিডিয়ার সৃষ্টি। একই কায়দায় তারা বিচার কার্যালয়ে আগুন ধরানোর চেষ্টা করেছিলো। বিষয়টি আমরা দেখছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির অনেক নেতা এসব চায় না। কিন্তু যারা বিদেশে অবস্থান করছে, তাদের নির্দেশনায় বিএনপির একটি অংশ এসব করছে।
বিডি/এন/এমকে