মন্তব্য
রাজধানী ঢাকাসহ সারা দেশে ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। অবরোধ চলাকালে রেল, সড়ক ও নৌ পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহযোগিতার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি সার্বিক সমন্বয় করবেন বলে জানা গেছে।
বিডি/এন/এমকে