সারা দেশে ১০ হাজার আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩

রাজধানী ঢাকাসহ সারা দেশে ১০ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। অবরোধ চলাকালে রেল, সড়ক নৌ পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহযোগিতার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি সার্বিক সমন্বয় করবেন বলে জানা গেছে।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর