অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি দেখা যাচ্ছে না: টিআইবি

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ)। পর্যবেক্ষণে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়,সেটা দেখতে পাচ্ছে না সংস্থাটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান টিআইবি নির্বাহী পরিচালক . ইফতেখারুজ্জামান। রাজধানী ঢাকার ধানমন্ডির টিআইবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

. ইফতেখারুজ্জামান বলেন, হয়ত নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু জনগণের ভোটের অধিকারের যে নির্বাচন, সেটা নিশ্চিত করা যাবে না। নির্বাচনের তথা ভোটের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব হবে বলেও মনে করছে টিআইটবি।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র, সুশাসন শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছে ৭৬ দফা সুপারিশ উত্থাপন করে টিআইবি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর