তফসিল পেছালে মেনে নেবে না আ.লীগ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩

নির্ধারিত সময়সীমা অতিক্রম করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। কিন্তু সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে আওয়ামী লীগ।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানী ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ওবায়দুল কাদের।

বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মনে করছেন ওবায়দুল কাদের। তিনি জানান, আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। বিএনপিকে কেউ বাইরে রাখেনি। সব দল নির্বাচনে আসুক, আওয়ামী লীগ এখনও এমনটি চায়। বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান, গণতন্ত্র বিচারব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান ওবায়দুল কাদের। আর এ জন্য তাদের বিষয়ে মার্কিন ভিসানীতি আসা উচিত বলেও মনে করেন তিনি।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর