লঘুচাপ সৃষ্টি হয়েছে সাগরে

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩

বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটা নিম্নচাপে পরিণত হওয়ার আশংকা আপাতত নেই।  আবহাওয়া অধিদফতর এ কথা জানিয়েছে। লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দর বা নদীবন্দরে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি।

 

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, লঘুচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকা থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে ঘণীভূত হতে পারে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে  আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা ।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর