দুদকের কাজে জনগণকে সহযোগিতা করতে হবে: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৩

দুর্নীতি দমন প্রতিরোধের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে জানিয়েছেন সংস্থাটির মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এ জন্য দুদকের কাজে জনগণকে সহযোগিতা করার কথা বলেছেন তিনি। তার মতে, দুদক আইনের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব না। এ ক্ষেত্রে দমন প্রতিরোধের সঙ্গে জড়িত সরকারের অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আহবান জানান। রাজধানী ঢাকায় দুদকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

দুদক চেয়ারম্যান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয়- এমন কোনো কাজ করবে না দুদক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) দুদক আইন অনুযায়ী যা যা করা দরকার, তাই করবে কমিশন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর