ভোটের মাধ্যমে সরকার গঠন হবে

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৩

অস্ত্র হাতে রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এ সভা হয়। আওয়ামী লীগ সভাপতি বলেন, এ দেশের জনগণের ভোটের অধিকার যাতে নিশ্চিত হয়, তার ব্যবস্থা করেছে তার সরকার। নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করে দেওয়া হয়েছে। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে।

জনগণের যে ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি ছিল, সেই ক্ষমতা আমরা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি- যোগ করেন প্রধানমন্ত্রী।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর