টানা ২০ দিন ধরে ইসরাইলের গাজায় অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইল। হামাস-ইসরাইলের
সংঘর্ষের কারণে বিশ্ব অর্থনীতি বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা করেছেন আন্তর্জাতিক মুদ্রা
তহবিল (আইএমএফ)। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেছেন,
চলমান এ সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি বিপদের মুখে পড়বে। প্রবৃদ্ধির হার কমে যেতে পারে।
বুধবার সৌদি আরবের রিয়াদের অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন ক্রিস্টালিনা।
তিনি বলেন, একদিকে প্রবৃদ্ধি কমছে, অন্যদিকে মূল্যস্ফীতি উর্ধ্বমুখী। এর
মধ্যে বাধ্য হয়ে সুদের হার বাড়াতে হচ্ছে। দেশে দেশে বাড়ছে ঋণের পরিমাণ। এসবের মধ্যে
মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা দেখা দিয়েছে তাতে করে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি আরও কমে
যাবে।
ক্রিস্টালিনা বলেন, পারস্পারিক সহযোগিতা না থাকলে অর্থনীতির পুনরুদ্ধার
অধরা থেকে যাবে। করোনা এবং ইউক্রেন যুদ্ধের সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের
অস্থিরতা। এসব সামাল দিয়ে সহযোগিতার মনোভাব বজায় রাখতে না পারলে বড় বিপদের মুখে পড়বে
বিশ্ব অর্থনীতি।
নিজ নিজ জায়গা থেকে রাষ্ট্রীয় মুদ্রানীতির দিকে জোর দিয়ে তিনি বলেন, এখন
পর্যন্ত মূল্যস্ফীতি স্বাভাবিক পর্যায়ে নামেনি। সুদের হার যা আছে তা বজায় রাখতে হবে।
এছাড়া কর এবং রাজস্ব আদায়ের দিকেও সর্বাত্মক মনযোগ দিতে হবে বলে পরামর্শ দেন তিনি।
আরআই