গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে তা আজ প্রমাণিত
বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা গণতন্ত্রকে বিশ্বাস
করে তারা ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।’
শনিবার বিকেলে কাওলা মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি
এসব কথা বলেন।
খালেদা জিয়া পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিল অভিযোগ করে তিনি
বলেন, জাতির পিতার হত্যাকারীকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। আর আল বদর, রাজাকার,
যুদ্ধাপরাধী, যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানের হানাদার
বাহিনীর ক্যাম্পে দিয়েছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। জিয়া বসিয়েছিল, এরশাদও, খালেদা
জিয়াও। কাজেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এদের কোনো অবদান নেই। তারা সেটা করতেও
চায় না। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়।
শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের কথা ভাবে। দেশের মানুষের
উন্নতি চায়; আর সেভাবেই কাজ করে যাচ্ছে।
আরআই