মন্তব্য
গেল সেপ্টেম্বর মাসে দেশে মোট ১ হাজার ৫৭৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিদগ্ধ হয়ে ৪ জন নিহত আর ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকাতেই ঘটেছে ১৫৫টি। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, সংখ্যায় ২৭টি। তবে রাজধানীর বাইরে সারা দেশে এ দুর্ঘটনা কমেছে। আগস্টে ১ হাজার ৬৬৭টি আগুনের ঘটনা ঘটে সারা দেশে।
সেপ্টেম্বরে বিভাগগুলোর মধ্যে ঢাকায় ৬০৩টি, ময়মনসিংহে ৬৩টি, চট্টগ্রামে ১৮৯টি, রাজশাহীতে ২২৫টি, খুলনায় ১৩২টি, সিলেটে ৫৭টি, বরিশালে ৬০টি ও রংপুরে ২৪৮টি অগ্নিকাণ্ড ঘটেছে।
বিডি/এন/এমকে